গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক সভা থেকে সংগঠনটি এ দাবি জানায়। 

আজ সোমবার বিকেল ৪টায় আশুলিয়ার বাইপাইল বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন। 

এ সময় সংগঠনের পক্ষ থেকে নিরাপদ কর্মস্থল, রানা প্লাজা ট্রাজেডিতে জড়িতদের সর্বোচ্চ শাস্তি, গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, যৌন হয়রানি বন্ধ, শ্রমিকবান্ধব শ্রম আইন প্রণয়ন করাসহ ২১ দফা দাবি জানানো হয়। 

মে দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভা। 

এদিকে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যকে ধারণ করে আজ সোমবার রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়। দিবসটি পালন উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনগুলো নানা কর্মসূচি গ্রহণ করে। বিভিন্ন সমাবেশ থেকে দাবি ছিল– শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি শতভাগ নিশ্চিত করা, সহিংসতা বন্ধ, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, কলকারখানায় অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার, কলকারখানায় প্রস্তাবিত জরুরি পরিষেবা আইন বন্ধ করা ইত্যাদি। 

প্রসঙ্গত, ১ মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়।