দেশে ভোক্তা পর্যায়ে তরল প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। চলতি মে মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৩৫ টাকা। এপ্রিল মাসে ১২ কেজি এলপিজির দাম ছিল ১ হাজার ১৭৮ টাকা ৷ সে হিসাবে ১২ কেজির সিলিন্ডারের দাম বেড়েছে ৫৭ টাকা টাকা।  

আজ মঙ্গলবার রাজধানীর কাওরানবাজারে বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এলপিজির দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এলপিজির বর্ধিত এই দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এদিকে, মে মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৭ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ৫৪ টাকা ৯০ পয়সা।