চার দিনের সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ১৫ মে জন্মভূমি পাবনা যাচ্ছেন। তাঁর এ সফর ঘিরে গোটা পাবনায় সাজ সাজ রব। এদিকে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দিতে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টুকে আহ্বায়ক করে ১৫১ সদস্যের কমিটি করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার নবিরুল ইসলাম স্বাক্ষরিত ভ্রমণসূচিতে এসব তথ্য জানানো হয়েছে। সূচি অনুযায়ী, ঢাকা থেকে ১৫ মে সকালে হেলিকপ্টারে পাবনা পৌঁছাবেন রাষ্ট্রপতি। দুপুর সোয়া ১টায় জেলা পরিষদে বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। পরে আরিফপুরে মা-বাবার কবর জিয়ারত করবেন। বিকেলে জেলা জজ আদালত চত্বরে বঙ্গবন্ধু কর্নার ও বঙ্গবন্ধুর ম্যুর‍াল উদ্বোধন শেষে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরদিন সকাল ১০টায় পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। বিকেলে পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন রাষ্ট্রপতি। ১৭ মে সকালে পাবনা ডায়াবেটিক সমিতি ও বিকেলে বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিন বিনোদন পার্ক পরিদর্শন করবেন তিনি। এর পর ১৮ মে সকালে পাবনা থেকে হেলিকপ্টারে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি।

এদিকে, বুধবার রাতে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে সর্বস্তরের নাগরিকদের সভায় অঞ্জন চৌধুরী পিন্টুকে আহ্বায়ক করে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দিতে ১৫১ সদস্যের কমিটি গঠন করা হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১৬ মে সকাল ১০টায় রাষ্ট্রপতির স্মৃতি বিজড়িত সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে তাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে।

নাগরিক কমিটির সদস্য সচিব (২) আব্দুল মতীন খান সমকালকে বলেন, 'আমরা সংবর্ধনা সভা সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি নিয়েছি। ১৫ মে পাবনা শহরের বাসিন্দারা নিজ উদ্যোগে বাড়িঘরে আলোকসজ্জ্বা করবে এবং সবাই উৎসবে মেতে উঠবে।'