- অর্থনীতি
- উৎপাদন বাড়াতে কাজ করবে বিজিএমইএ টিটিআরআই
উৎপাদন বাড়াতে কাজ করবে বিজিএমইএ টিটিআরআই

ছবি: সংগৃহীত
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের মান উন্নয়ন বিশেষ করে ম্যান মেইড ফাইবারভিত্তিক (এফএফএ) উচ্চমানের পণ্য উৎপাদনে সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ এবং তাইওয়ান টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট (টিটিআরআই)। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার তাইওয়ানের তাইপে এ লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে দুই প্রতিষ্ঠান। বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ এবং টিটিআরআই সহসভাপতি শেং-ফু চু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এতে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ পরিচালক ফয়সাল সামাদ, আবদুল্লাহ হিল রাকিব এবং তাইওয়ান টেক্সটাইল ফেডারেশনের সভাপতি জাস্টিন হুয়াং।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রযুক্তি অভিযোজন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, সম্পদ ব্যবহারে দক্ষতা, সার্কুলারিটি প্রভৃতি ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা শেয়ার করার মাধ্যমে শিল্পের সক্ষমতা বাড়ানো এ সমঝোতা স্মারকের মূল লক্ষ্য। এ ছাড়া বাংলাদেশের নন-কটন টেক্সটাইল, হাই এন্ড পোশাক পণ্য, টেকনিক্যাল টেক্সটাইল, ওভেন টেক্সটাইল ও পোশাক, দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবন প্রভৃতি ক্ষেত্রে তাইওয়ান থেকে বাংলাদেশে সরাসরি বা যৌথ বিনিয়োগ আকৃষ্টে কাজ করবে।
মন্তব্য করুন