- অর্থনীতি
- বাবুল চিশতীসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
ফারমার্স ব্যাংকের ৭১ লাখ টাকা আত্মসাৎ
বাবুল চিশতীসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

ফাইল ছবি
বিলুপ্ত ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চারটি শাখা অফিস সংস্কারের নামে প্রায় ৭১ লাখ টাকা আত্মসাৎ করেছেন ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী (বাবুল চিশতী)। এ কাজে তাঁকে সহায়তা করেন ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও চৌধুরী মোস্তাক আহমেদ, ব্যাংকের ব্যাংকিং অপারেশন ডিভিশনের সাবেক প্রধান প্রকাশ চন্দ্র মোদক, ব্যাংকের জেনারেল সার্ভিসেস ডিভিশনের সাবেক এভিপি ও প্রধান মনিরুল হক এবং ইন্টেরিয়র ডেকর কোম্পানি মেসার্স রিমি এন্টারপ্রাজের কর্নধার মো. মোস্তফা কামাল।
দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁদের বিরুদ্ধে ২০২০ সালের ১১ মার্চ মামলা করে। তদন্তে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের প্রমাণ পায়।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ জাফর সাদেক শিবলী মামলাটি তদন্ত করে কমিশনে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে বাবুল চিশতীসহ পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের অনুমোদন দেয় কমিশন। তদন্ত কর্মকর্তা শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দিবেন।
অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিরা নিজে লাভবান হতে কোনো ধরনের প্রাথমিক খরচের হিসাব নিরূপন না করে করে প্রচলিত বাজার দরের চেয়ে বেশি মূল্যে বিলুপ্ত ফারমার্স ব্যাংকের চাঁদপুরের কচুয়া, জামালপুরের বকশীগঞ্জ, শেরপুরের শ্রীবরদী ও শেরপুর সদর শাখা উদ্বোধন উপলক্ষে ইন্টেরিয়র ডেকোরেশনের জন্য সাজানো দরপত্র প্রকাশ এবং কার্যাদেশ দেখান। এভাবে জালিয়াতির মাধ্যমে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স রিমি এন্টারপ্রাইজকে ওই চারটি শাখা থেকে মোট ৭০ লাখ ৬১ হাজার ৮২৩ টাকা প্রদান দেখিয়ে তা আত্মসাৎ করা হয়।
মন্তব্য করুন