টানা তিনদিন দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট হারানোর পর মঙ্গলবার একদিনেই ১৭ পয়েন্ট বেড়েছে। সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ পয়েন্টে। এছাড়া লেনদেন ৯০ কোটি টাকা বেড়ে ৭৪৪ কোটি টাকা ছাড়িয়েছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯৬টির দর বেড়েছে। দর হারিয়েছে ৬৪টি। এ ছাড়া ১৮৫ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর অপরিবর্তিত ছিল। অবশ্য ক্রেতার অভাবে ৪৬ শেয়ারের কোনো লেনদেন হয়নি।

এদিকে ঊর্ধ্বমুখী ধারায় মঙ্গলবারও আটটি কোম্পানির দর ফ্লোর প্রাইস ছেড়েছে। এগুলো হলো- ডাচ্‌-বাংলা ব্যাংক, সন্ধানী ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এমজেএল বাংলাদেশ, পদ্মা অয়েল, এক্‌মি ল্যাব, জেনারেশন নেক্সট এবং খুলনা প্রিন্টিং। অবশ্য বাংলাদেশ ন্যাশনাল এবং ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার পুনরায় ফ্লোর প্রাইসে নেমেছে। দিনের শেষে ফ্লোর প্রাইসে পড়ে থাকা শেয়ার কমে ২২২টিতে নেমেছে।

মঙ্গলবার বীমা খাতের ৫৭ কোম্পানির মধ্যে ২৮টির দর বেড়েছে, কমেছে ১৮টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দর। বাকি দুই শেয়ারের লেনদেন হয়নি। কয়েকদিনের দরবৃদ্ধির পরও ফ্লোর প্রাইসে ছিল বীমার ১০ শেয়ার। বীমার মতো দর হারানো শেয়ার সংখ্যার তুলনায় বৃদ্ধি পাওয়ার সংখ্যা অপেক্ষাকৃত বেশি ছিল জ্বালানি, বিদ্যুৎ ও প্রকৌশল খাতে। তবে তথ্য-প্রযুক্তি খাতে এ সংখ্যা ছিল সবচে বেশি। খাতটির তালিকাভুক্ত ১১ শেয়ারের মধ্যে ১০টির লেনদেন হয়েছে। এর মধ্যে নয়টিরই দর বেড়েছে।