সম্প্রতি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হোটেলে এনবিএল কিউপে অ্যাপের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং এনবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়ার পরিচালক মো. মেহমুদ হোসেন।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান শেখ আকতার উদ্দিন আহমেদ এবং মালয়েশিয়া এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলী হায়দার উপস্থিত ছিলেন। এই অ্যাপের মাধ্যমে মালয়েশিয়া থেকে বাংলাদেশের যে কোনো ব্যাংকে যে কোনো সময়ে বৈধভাবে সহজে ও আকর্ষণীয় রেটে রেমিট্যান্স পাঠানো যাবে।

বিষয় : এনবিএল কিউপ অ্যাপ উদ্বোধন

মন্তব্য করুন