- অর্থনীতি
- তিতাস নিয়ে বিইআরসিতে ক্যাবের অভিযোগ
তিতাস নিয়ে বিইআরসিতে ক্যাবের অভিযোগ

তিতাস গ্যাসের অনিয়ম নিয়ে এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) লিখিত অভিযোগ দিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ (ক্যাব)। সব গ্রাহককে প্রিপেইড মিটার না দেওয়া, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন না করা, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা না মানাসহ নানা অভিযোগ আনা হয়েছে দেশের সবচেয়ে বড় গ্যাস বিতরণ কোম্পানির বিরুদ্ধে।
ক্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক এম শামসুল আলম কমিশনের চেয়ারম্যান নুরুল আমিনের কাছে বৃহস্পতিবার এ অভিযোগপত্র জমা দেন বলে সমকালকে নিশ্চিত করেছেন। এতে বলা হয়, গ্যাস সংকটের কারণে বিইআরসি নির্ধারিত হারেও গ্যাস পান না গ্রাহকরা। তারপরও বাসাবাড়িতে ব্যবহৃত গ্যাসের বিল বাড়াতে চাইছে তিতাস। মিটারে বিল প্রদানকারী গ্রাহক মাসে গড়ে ৫০০ টাকা বিল দিলেও মিটারবিহীন গ্রাহক বিল দেন ১ হাজার ৮০ টাকা। এভাবে তিতাস বছরে প্রায় ২২২ কোটি টাকা বাসাবাড়ির গ্রাহকদের কাছ থেকে লুটে নিচ্ছে।
২০১৫ সালে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের গণশুনানিতে তিতাসের বিরুদ্ধে কম গ্যাস দিয়ে গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ নেওয়া, অবৈধ গ্যাস বাণিজ্য, মেয়াদোত্তীর্ণ ঝুঁকিপূর্ণ গ্যাস পাইপলাইন ব্যবহার, বাড়তি বিতরণ চার্জ আদায়সহ নানা অভিযোগ ওঠে। অভিযোগ আমলে নিয়ে তা সমাধানের জন্য তিতাসকে বেশ কিছু নির্দেশনা দেয় বিইআরসি। কিন্তু তিতাস তা মানেনি। ক্যাব মনে করে পরিচালনা বোর্ডে সচিবসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা থাকায় তিতাসের ব্যাপারে সবাই নির্বিকার।
মন্তব্য করুন