রূপায়ণ সিটি এবং মিডল্যান্ড ব্যাংকের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার মো. জাহিদ হোসেনের উপস্থিতিতে রূপায়ণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম মাহবুবুর রহমান এবং মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন মো. রাশেদ আক্তার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এ সময় রূপায়ণ সিটি উত্তরার জিএম মো. মোর্শেদ আলম, সিনিয়র ডিজিএম শামীম আহমেদ, ডিজিএম কাজী সারজীল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।