এনসিসি ব্যাংকের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার ঢাকায় এনসিসি ব্যাংক ভবনে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, পরিচালক এ.এস.এম মাঈনউদ্দীন মোনেম, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ মো. নূরুন নেওয়াজ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম. আবু মহসীন এবং পরিচালক খায়রুল আলম চাকলাদার দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।