বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগবিষয়ক প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়া হবে। ‘বিসিসিসিআই-ইআরএফ রিপোর্টিং অ্যাওয়ার্ড’ নামের এ পুরস্কার দেওয়া হবে পাঁচ ক্যাটাগরিতে। প্রতি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হবে। প্রথম পুরস্কার বিজয়ীরা ১ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কারের জন্য ৭৫ হাজার টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার টাকা করে পাবেন।

অর্থনীতিবিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের প্রকাশিত ও প্রচারিত সংবাদকে পুরস্কারের জন্য বিবেচনা করা হবে। বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিসিসিসিআই) ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) যৌথভাবে এ আয়োজন করছে।

এ বিষয়ে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় শনিবার। রাজধানীর মতিঝিলে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তিতে স্বাক্ষর করেন বিসিসিসিআইর সাধারণ সম্পাদক আল মামুন মৃধা এবং  ইআরএফের সাধারণ সম্পাদক আবুল কাশেম।

অনুষ্ঠানে বিসিসিসিআইর সহসভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহ মো. সুলতান উদ্দীন ইকবাল,  ইআরএফের সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার ও শাহ আলম নূরসহ দুই সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।