রাজধানীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রোববার রাত ৯টার দিকে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টির পাশাপাশি মেঘ ডাকছে। 

এদিকে দেশের অনেক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে রোববার ও সোমবার। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

বৃষ্টি চলতে পারে বুধ-বৃহস্পতিবারও।