- অর্থনীতি
- ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শাহজাহান খান মারা গেছেন
ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শাহজাহান খান মারা গেছেন

মোহাম্মদ শাহজাহান খান।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন গত সোমবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৪০ মিনিটে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ঢাকা চেম্বারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শাহজাহান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির বর্তমান সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা। একই সঙ্গে তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ডিসিসিআই পরিবার।
শাহজাহান খান ২০১৪ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি ২০০৭ এবং ২০১০ সালে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি এস এস শিপিং অ্যান্ড ট্রেডিং এবং এস এস শিপিং অ্যান্ড চার্টারিংয়ের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। তাঁর প্রতিষ্ঠান সমুদ্রগামী জাহাজ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
মন্তব্য করুন