- অর্থনীতি
- কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের আয়োজনে মডার্ন মার্কেটিং কনকেভ
কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপের আয়োজনে মডার্ন মার্কেটিং কনকেভ

ঢাকা শেরাটনে অনুষ্ঠিত হলো মডার্ন মার্কেটিং কনকেভ-২০২৩। সম্প্রতি কটলার ইম্প্যাক্ট ও নর্দান এডুকেশন গ্রুপ যৌথ উদ্যোগে এর আয়োজন করে।
নর্দান এডুকেশন গ্রুপের প্রেসিডেন্ট ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট গ্রুপের গ্লোবাল অ্যাডভাইজর অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, কটলার ইম্প্যাক্টের সিএমও ড. ফাহিম কিবরিয়া এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শেষ অংশে ‘কটলার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।
মন্তব্য করুন