ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার ‘কটলার সিইও অব দ্য ইয়ার ২০২৩’ সম্মাননা লাভ করেছেন।

মার্কেটিংয়ের জনক হিসেবে পরিচিত ড. ফিলিপ কটলারের সম্মানে এই পুরস্কারটি দেওয়া হয়। সম্প্রতি শেরাটন ঢাকা হোটেলে মডার্ন মার্কেটিং সামিট ২০২৩-এ বাংলাদেশে এই পুরস্কারের জন্য মনোনীতদের স্বীকৃতি জানানো হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে নর্দার্ন এডুকেশন গ্রুপ এবং  মার্কেটিং কনসালট্যান্সি প্রতিষ্ঠান কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেশন।