সম্প্রতি নির্বাচন কমিশন এবং দি প্রিমিয়ার ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় প্রিমিয়ার ব্যাংকের গ্রাহকরা জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিভিন্ন ফি ব্যাংকটির যে কোনো শাখায় এবং অনলাইনে জমা প্রদান করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিবালয়ে প্রিমিয়ার ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন চৌধুরী এবং নির্বাচন কমিশনের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আজিজুল ইসলাম চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় নির্বাচন কমিশনের মহাপরিচালক এ কে এম হুমায়ন কবীর উপস্থিত ছিলেন।