এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পেইন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান এশিয়ান পেইন্টস একটি সমন্বিত রিপোর্ট প্রকাশের মাধ্যমে বাংলাদেশে ২০২৩ সালের ‘কালার অব দ্য ইয়ার’ ঘোষণা করেছে এবং হোটেল শেরাটন, ঢাকাতে এক জমকালো আয়োজনের মাধ্যমে ‘কালার নেক্সট-২০২৩’ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এশিয়ান পেইন্টস গ্লোবালের রিজিওনাল হেড সিরিশ রাও। এ সময় এশিয়ান পেইন্টস বাংলাদেশের কান্ট্রি হেড বুধাদিত্য মুখার্জিসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশের খ্যাতনামা স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

‘কালার নেক্সট’ গ্রাহকদের রং ও রঙের উপাদান পছন্দ ও তাদের চাহিদা বুঝে নেওয়ার একটি প্রক্রিয়া এবং এতে এশিয়ান পেইন্টসের সঙ্গে যুক্ত থাকেন উপমহাদেশজুড়ে স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিল্পী, সমাজবিজ্ঞানী এবং অন্যান্য সংস্কৃতমনা ব্যক্তি, যাঁরা উপমহাদেশের মধ্যে পরিবর্তিত সাংস্কৃতিক ও সামাজিক ল্যান্ডস্কেপ শনাক্ত করতে এবং সমসাময়িক ‘ট্রেন্ড’ খুঁজে পেতে সহযোগিতা করেন।

‘কালার নেক্সট’ মানুষের আবেগের সৃজনশীল প্রকাশ বলে মন্তব্য করেন এশিয়ান পেইন্টসের মারিশা রেগো ডিসুজা। তিনি এই বছরের চারটি কালার ‘ট্রেন্ড’ ঘোষণা করেছেন।

সিরিশ রাও বলেন, ‘এশিয়ান পেইন্টস মানেই গ্রাহকদের ঘরকে সুন্দর করে তোলার প্রচেষ্টা।’