রাজধানীর শেরাটন ঢাকা হোটেলে গত বৃহস্পতিবার ‘চায়না নাইট ২০২৩’ আয়োজন করে হাবিব ব্যাংক লিমিটেড-এইচবিএল। বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কার্যরত আঞ্চলিক প্রাসঙ্গিকতা সম্পন্ন ব্যাংকটির এ আয়োজনের লক্ষ্য ছিল বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে আরএমবি লাইসেন্সপ্রাপ্ত তিনটি ব্যাংকের একটি হলো এইচবিএল।

এর মাধ্যমে ব্যাংকটি এন্ড-টু-এন্ড আরএমবি (চীনের মুদ্রা)  মধ্যস্থতা সেবা দিতে পারে। এইচবিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে বিডার  নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া, চীন দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক পরামর্শক সং ইয়াং, স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত চীনা কোম্পানিগুলোর শীর্ষ কর্মকর্তারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইচবিএলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন এইচবিএল সিঙ্গাপুর ও চীনের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ফারহান তালিব, এইচবিএল চীনের কান্ট্রি ম্যানেজার চেং ওয়েই (অ্যামান্ডা), এইচবিএল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সেলিম বরকত, এইচবিএলের গ্লোবাল হেড অব চায়না কাভারেজ জিসান মালিক প্রমুখ। 

বিষয় : চায়না নাইট এইচবিএল

মন্তব্য করুন