- অর্থনীতি
- আদিবাসীদের জন্য আলাদা বাজেট চায় আদিবাসী ইউনিয়ন
আদিবাসীদের জন্য আলাদা বাজেট চায় আদিবাসী ইউনিয়ন

জাতীয় বাজেটে সমতলের আদিবাসীদের জন্য ন্যূনতম ৫০০ কোটি টাকার পৃথক বাজেট বরাদ্দ ও পৃথক দপ্তর স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন। সংগঠনটির বক্তব্য, এ দেশের আদিবাসীরা চরম বঞ্চনা ও বৈষম্যের শিকার। তাঁরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। জাতীয় বাজেটে তাঁদের জীবনমান উন্নয়নে নগণ্য বরাদ্দ থাকে। ব্যবস্থাপনা প্রক্রিয়ার জটিলতায় এ বরাদ্দ আদিবাসীদের জীর্ণ কুটিরে পৌঁছায় না।
সোমবার রাজধানীর পুরানা পল্টনের মৈত্রী মিলনাতনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আদিবাসী ইউনিয়নের নেতারা। এ সময় তাঁরা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে আদিবাসীদের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি জানান।
আদিবাসী নেত্রী রাখী ম্রংয়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ধারণাপত্র পাঠ করেন আদিবাসী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অবনী কান্ত হাজং। বক্তব্য রাখেন আদিবাসী ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডা. দিবালোক সিংহ, সাধারণ সম্পাদক শ্রীকান্ত মাহাতো, সিপিবির সহসাধারণ সম্পাদক মিহির ঘোষ প্রমুখ।
এ সময় আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সুপারিশ ও দাবি-দাওয়া তুলে ধরা হয়। এগুলো হচ্ছে– ভিজিডি, ভিজিএফ ও কাবিখাতে দরিদ্র আদিবাসীদের অন্তর্ভুক্তিসহ স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু; জাতীয় বাজেটে সমতলের আদিবাসীদের বাজেট বৈষম্য দূরীকরণ; ভূমিহীন আদিবাসীদের খাসজমি বন্দোবস্ত দেওয়াসহ গৃহহীনদের ঘর বরাদ্দ নিশ্চিত করা এবং আদিবাসী তরুণদের জীবিকায়ন ও কর্মসংস্থানে বিশেষ কর্মসূচি গ্রহণ এবং প্রশিক্ষণে বিশেষ বাজেট বরাদ্দ প্রদান।
মন্তব্য করুন