- অর্থনীতি
- ব্যাংকিং ডিপ্লোমায় দেখে লেখায় ১৮ জনকে বহিষ্কার
ব্যাংকিং ডিপ্লোমায় দেখে লেখায় ১৮ জনকে বহিষ্কার

প্রতীকী ছবি।
ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার হলে দেখে লেখায় ১৮ জন ব্যাংকারকে তিন বছরের জন্য বহিষ্কার করেছে দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। এসব কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোর প্রধান নির্বাহীকে চিঠি দেওয়া হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত পরীক্ষায় এসব ব্যবস্থা নেওয়া হয় বলে আইবিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার পরবর্তী সব পদে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমার দুই পর্ব পাস করা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকের পদোন্নতির ক্ষেত্রে এ নীতিমালা মানতে হবে। চলতি বছরের ফেব্রুয়ারিতে এ নির্দেশনা জারির পর শুরুর দিকে এ বিষয়ে ব্যাংকারদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। বর্তমানে ব্যাংকিং ডিপ্লোমা উত্তীর্ণদের জন্য নির্দিষ্ট একটি নম্বর বরাদ্দের বিধান থাকলেও পদোন্নতির জন্য বাধ্যতামূলক না। ওই নির্দেশনার পর গত শনিবারই প্রথম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা অনুষ্ঠিত হয়। এটি ছিল ৯৬তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা।
সংশ্লিষ্টরা জানান, এর আগে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার হলে বই দেখে লিখলেও কোনো ব্যবস্থা নেওয়া হতো না। আবার খাতা মূল্যায়ন পদ্ধতি নিয়েও প্রশ্ন ছিল। এসব কারণে ব্যাংকারদের মধ্যে ব্যাংকিং ডিপ্লোমার প্রতি আগ্রহ কমছিল। এতে আইবিবির আয় ব্যাপকভাবে কমে যায়। এরকম পরিস্থিতিতে সবার জন্য ডিপ্লোমা পরীক্ষা বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক।
আইবিবির বিজ্ঞপ্তিকে বলা হয়েছে, ২৭ মে ঢাকা মহানগরীর ৮টি কেন্দ্রসহ সব বিভাগীয় শহরে সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা হয়েছে। আগামী ৩ ও ১০ জুন পরীক্ষায় সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আইবিবি কর্তৃপক্ষ সবার সহযোগিতা কামনা করেছে।
মন্তব্য করুন