- অর্থনীতি
- নায়ক ফারুকের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বৈঠক মুলতবি
নায়ক ফারুকের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বৈঠক মুলতবি

আকবর হোসেন পাঠান ফারুক - ফাইল ছবি
নন্দিত চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন খান পাঠান ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে সংসদের বৈঠক মুলতবি করা হয়েছে। বুধবার বিকেলে সংসদের বৈঠক শুরু হওয়ার পরে সর্বসম্মত শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করা হয়।
এর আগে সংসদে উত্থাপিত শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেন, ফারুক হোসেন ছাত্রলীগের কর্মী হিসেবে ছাত্রজীবনে আইয়ুব বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন। নিষ্ঠা ও সাহসের সঙ্গে প্রতিটি আন্দোলন-সংগ্রামে অবদান রেখেছেন। একে একে সব মুক্তিযোদ্ধাকে হারিয়ে ফেলার মতো দুঃখজনক ঘটনা ঘটছে।
ফারুকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেবল রাজনীতি নয়, সাংস্কৃতিক জগতেও তাঁর বড় অবদান রয়েছে। তাঁর মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে বিরাট ক্ষতি হয়েছে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে সাংস্কৃতিক কর্মীদের পাশে ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর নাম নিতেই যখন কেউ সাহস পাচ্ছিলেন না, তখন সাংস্কৃতিক কর্মীরা এগিয়ে এসেছিলেন। স্বাধীনতার চেতনাকে সামনে নিয়ে আসার ক্ষেত্রে ফারুক ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, চলতি সংসদের মতো এত সংখ্যক সংসদ সদস্য হারানোর ঘটনা অতীতে কখনোই ঘটেনি।
পরে আকবর হোসেন পাঠানসহ মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমিন মাদানী। শোক প্রস্তাবের আলোচনায় আরো অংশ নেন সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আওয়ামী লীগের আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আসাদুজ্জামান নূর, হাবীব হাসান, মেহের আফরোজ চুমকি, জাতীয় পার্টির কাজী ফিরোজ রশীদ ও আনিসুল ইসলাম মাহমুদ।
প্রসঙ্গত, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক।
এদিকে সংসদ সাবেক প্রতিমন্ত্রী মো. কবীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ঐক্য ন্যাপের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক পঙ্কজ ভট্টাচার্য, কথাশিল্পী সমরেশ মজুমদার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানসহ বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতেও শোক প্রকাশ করা হয়। এ ছাড়া ঘূর্ণিঝড় 'মোকা'র আঘাতে মিয়ানমারে হতাহত, বাংলাদেশে আহত এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে শোক জানায় সংসদ।
মন্তব্য করুন