মোহামেডানের দীর্ঘ অপেক্ষার অবসান হলো মঙ্গলবার। ফেডারেশন কাপের ফাইনালে টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে শিরোপা জেতে তারা। যে জয়ের নায়ক মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে।

ম্যাচের পর এমন প্রাপ্তির কথা বলতে গিয়ে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছাও পোষণ করেন, ‘আমি পাসপোর্টের জন্য নিজে থেকে কখনোই কাউকে বলব না। কেউ যদি মনে করে আমাকে পাসপোর্ট দিয়ে বাংলাদেশ জাতীয় দলে খেলাবে, আমার তাতে কোনো সমস্যা নেই।’

১৯৯১ সালে মালিতে জন্ম নেন দিয়াবাতে। নিজ দেশ ফুটবলে অনেকদূর চলে গেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন তাদের অবস্থান ৪৫তম। সেখান থেকে এসে বাংলাদেশের ক্লাব ফুটবলে আলো ছড়িয়ে যাচ্ছেন দিয়াবাতে।

২০১৯ সালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে আসেন। এর পর থেকে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ৭৬ ম্যাচ খেলে ৫৬ গোল করেছেন তিনি। আর সর্বশেষ আবাহনীর বিপক্ষে একাই করেন চার গোল।

যে অর্জন মাকে উৎসর্গ করেছেন দিয়াবাতে, ‘৯ বছর পর আমি একা নই, সব খেলোয়াড় মিলে মোহামেডানকে একটা শিরোপা এনে দিয়েছি। বিশ্বাস ছিল ম্যাচে ফিরতে পারলে আমরাই শিরোপা জিতব, সেটাই হয়েছে। আমি এই অর্জন মালিতে থাকা আমার পরিবার, বিশেষ করে আমার মাকে উৎসর্গ করছি।’

/এমএইচ/