আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয়ভাবে উৎপাদিত মোবাইল ফোনের ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এর ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের দাম আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করা ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।

এর আগে বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরু হয়। এরপর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবনায় বলেন, ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব বৃদ্ধির লক্ষে মোবাইল ফোনের উৎপাদক কর্তৃক স্থানীয় উৎপাদন পর্যায়ে ০ (শূণ্য) শতাংশের পরিবর্তে ২ শতাংশ, সংযোজন পর্যায়ে যথাক্রমে ৩ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ এবং ৫ শতাংশের পরিবর্তে ৭.৫ শতাংশ মূসক আরোপপূর্বক প্রজ্ঞাপনের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বর্ধিত করার প্রস্তাব করছি।

এ ছাড়াও উল্লিখিত প্রজ্ঞাপনের কতিপয় শর্ত যৌক্তিকীকরণ ও নতুন শর্ত সংযোজনের প্রস্তাব করেন অর্থমন্ত্রী।

/এমএইচটি/