স্টিল উৎপাদনের কাঁচামাল ম্যাঙ্গানিজ (মরিচাহীন করতে ব্যবহারিত) আমদানিতে উৎসে কর কমিয়ে ২ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। বর্তমানে যা ৩ শতাংশ ছিল। এছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত ৩৩ থেকে ৫০০ কেভি ক্যাবল সরবরাহে উৎসে করহার ৭ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ডলারের দর বৃদ্ধিসহ বিভিন্ন কারণে স্টীল ও ক্যাবলের দর অনেক বেড়েছে। প্রস্তাবিত বাজেট পাশ হলে উৎপাদন পর্যায়ে খরচ কমবে। এতে করে অতি প্রয়োজনীয় এই দু’টি পণ্যের দরের ওপর কিছুটা হলেও প্রভাব পড়বে।