দুর্নীতি দমন ও প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য মাত্র পাঁচ কোটি টাকার বরাদ্দ বৃদ্ধির কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। পরিচালন ও উন্নয়ন খাতে ১৮৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থ বছরে দুদকের পরিচালন ও উন্নয়ন খাতে বরাদ্দ রয়েছে ১৭৯ কোটি টাকা।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আগামী ২০২৩-২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। এতে দুদকের জন্য ১৮৪ কোটি বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১৬৬ কোটি ও উন্নয়ন খাতে ১৮ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে।

চলতি অর্থ বছরের জন্য ১৭৯ কোটি টাকা বরাদ্দের মধ্যে পরিচালন খাতে ১৬০ কোটি ও উন্নয়ন খাতে ১৯ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

/ওয়াইএ/