- অর্থনীতি
- রিটার্ন দাখিলকারীদের ২ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে: এনবিআর চেয়ারম্যান
রিটার্ন দাখিলকারীদের ২ হাজার টাকা দেওয়ার সামর্থ্য আছে: এনবিআর চেয়ারম্যান

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম - ফাইল ছবি
যাঁদের আয়কর রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে, তাঁরা কর দেওয়ার সামর্থ্য রাখেন। তাঁদের জন্য ন্যূনতম ২ হাজার টাকা কর প্রদান বোঝা হওয়ার কথা নয়।
শুক্রবার বাজেট-উত্তর সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এ কথা বলেন।
করযোগ্য আয় না থাকলেও টিআইএন থাকলেই রিটার্ন দিতে হবে এবং রিটার্ন দিলেই ন্যূনতম দুই হাজার টাকা দিতে হবে কিনা– এমন প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান এমন উত্তর দেন। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এনবিআর চেয়ারম্যান বাধ্যতামূলক রিটার্ন জমা দিতে হয় তাঁদের তালিকা দেখার পরামর্শ দিয়ে বলেন, এ তালিকায় আছেন আমদানি-রপ্তানিকারক, যাঁরা ট্রেড লাইসেন্স নেন এবং যাঁরা পিস্তলের লাইসেন্স দেন। সিটি করপোরেশন এলাকায় বাড়ি-গাড়িওয়ালাদেরও টিআইএন নিতে হয়। গরীব মানুষের জন্য টিআইএন গ্রহণ বাধ্যতামূলক নয়। যেসব মানুষের টিআইএন বাধ্যতামূলকভাবে নিতে হয়, তাঁদের বছরে ২ হাজার টাকা কর দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হয়ে গর্বিত হওয়ার কথা, তাঁদের জন্য বোঝা হওয়ার কথা নয়।
এ বছর করপোরেট কমানো হয়নি কেন– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতি বছর কর কমাতে হবে, এমন মানসিকতা থাকা ঠিক নয়। বিগত কয়েক বছরে ধারাবাহিকভাবে কোম্পানির করহার ৪৫ শতাংশ থেকে কমিয়ে গত বছর সাড়ে ২৭ শতাংশ করা হয়। আরও কমাতে হলে সরকারের রাজস্ব আয় কোথা থেকে আসবে, তা নিয়ে ভাবতে হবে। আমাদের কর-জিডিপি অনুপাত কম। ফলে কর আহরণ বাড়াতে হবে। আমরা উন্নত দেশের কাতারে শামিল হতে চাই; কিন্তু কর দিতে চাই না। এমন মানসিকতা থাকা ঠিক নয় বলে মন্তব্য করেন তিনি।
মন্তব্য করুন