- অর্থনীতি
- প্রস্তাবিত বাজেটকে প্রহসন বলল এবি পার্টি
প্রস্তাবিত বাজেটকে প্রহসন বলল এবি পার্টি

প্রস্তাবিত বাজেটকে প্রহসন আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর সাবেক নেতাদের দল এবি পার্টি। রাজধানীর বিজয় সরণিতে দলীয় কার্যালয় চত্বরে সমাবেশে বক্তারা বলেছেন, বাজেটে নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তকে মৃত্যুর মুখে ঢেলে দেওয়া হয়েছে।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিংয়েরও প্রতিবাদ জানিয়েছে দলটি। দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলামের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ সহকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলটির সদস্য সচিব মজিবুর রহমান মনজু। তিনি বলেন, গরমে মানুষ ঘুমাতে পারছে না। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে সব কিছুর দাম চড়া। বাজেটে কর বাড়িয়ে সরকার জনগণের মৃত্যু পরোয়ানা জারি করেছে।
তাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাজারে কমলেও দেশের বাজারে জ্বালানি তেলের দাম না কমিয়ে জনগণকে চরম নিষ্পেষণ করা হচ্ছে।
মন্তব্য করুন