- অর্থনীতি
- কনকা রেফ্রিজারেটর পেল ৩ পুরস্কার
কনকা রেফ্রিজারেটর পেল ৩ পুরস্কার

চায়না রেফ্রিজারেটর ইন্ডাস্ট্রি সামিট ফোরাম ২০২৩-এ বিভিন্ন ক্যাটাগরিতে তিনটি পুরস্কার জিতেছে কনকা রেফ্রিজারেটর।
সম্প্রতি চীনে আয়োজিত এক সামিটে বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার ঘোষণা করা হয়। এতে গুরুত্বপূর্ণ তিন ক্যাটাগরিতেই জয়ী হয় কনকা।
বিশ্বের ১৮০টির বেশি দেশে সমাদৃত ব্র্যান্ড কনকা বাংলাদেশে যাত্রা শুরু করে ১৯৯৮ সালে। ইলেক্ট্রো মার্ট গ্রুপের হাত ধরে এ অগ্রযাত্রায় দ্রুতই তারা গ্রাহকদের আস্থা অর্জন করে। বিশ্বমানের পণ্য এবং সাশ্রয়ী মূল্যের কারণে প্রতিষ্ঠানটি ট্রেডিং ব্যবসা থেকে উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, ভোক্তাদের চাহিদার সাথে সংরক্ষিত পণ্যের সতেজতা সংরক্ষণ প্রযুক্তি ভোক্তাদের প্রত্যাশাতীত খাবারের মান ও স্বাদের অভিজ্ঞতা এনে দিচ্ছে কনকা। কনকার ফ্রিজে সংরক্ষিত ফল, শাকসবজি ও অন্যান্য খাবার ১৫ দিন পর্যন্ত বাগানের মতো স্বাভাবিক রাখতে সক্ষম। কনকা’র প্রযুক্তি সংরক্ষিত খাবারের মান ১৫ দিন পর্যন্ত ৯৯ দশমিক ৯৯ শতাংশ জীবাণুমুক্ত ও স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করে।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ট্রেড ইন্টারন্যাশনাল চায়না-বাংলাদেশের যৌথ প্রযুক্তির মাধ্যমে গ্রাহকদের নিত্যনতুন ইলেকট্রনিকস পণ্যসামগ্রী সাশ্রয়ী মূল্যে সরবরাহ করে যাচ্ছে। কনকা ও হাইকো ফ্রিজের বিশেষ বৈশিষ্ট্য ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয় এনে দিয়েছে বাজারখ্যাতি ও বিশেষ সুনাম।
ইলেক্ট্রো মার্ট দুই যুগেরও অধিক সময় ধরে বাংলাদেশের বাজারে কনকা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, সিলিং ফ্যান, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন এবং অন্যান্য হোম অ্যাপল্যায়েন্স সরবরাহ ও বাজারজাত করছে।
বর্তমানে দেশে ৫০টির অধিক সিরিজের কনকা রেফ্রিজারেটর ও ফ্রিজার পাওয়া যাচ্ছে সেলস অ্যান্ড ডিসপ্লে সেন্টার, রিটেইল শোরুম এবং পার্টনার শোরুমসহ সর্বত্র।
মন্তব্য করুন