- অর্থনীতি
- মে মাসে রপ্তানি বেড়েছে ২৭ শতাংশ
মে মাসে রপ্তানি বেড়েছে ২৭ শতাংশ

অনেকটা আকস্মিকভাবে মে মাসে রপ্তানি বাড়ল বড় অংকে। গত বছরের মে মাসের চেয়ে ২০২৩ সালের মে মাসে রপ্তানি ২৭ শতাংশ বেশি। তবে মাসটির লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি কম প্রায় সাড়ে ৫ শতাংশ।
গত বছরের মে মাসে ৩৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। যদিও প্রতি মাসে গড়ে ৪৫০ থেকে ৫০০ কোটি ডলারের পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হয়ে থাকে।
গত কয়েক মাস ধরে নেতিবাচক ধারায় যাচ্ছে দেশের রপ্তানি বাণিজ্য। চলতি বছরের এপ্রিল মাসেও রপ্তানি কমে গত বছরের একই মাসের চেয়ে প্রায় ১৭ শতাংশ। লক্ষ্যমাত্রার চেয়ে গেল এপ্রিলে রপ্তানি কম হয় ২২ শতাংশ। মাসটিতে ৪৭৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতিবেদন বলছে, গেল মে মাসে রপ্তানি হয়েছে ৪৮৫ কোটি ডলারের পণ্য, যার লক্ষ্যমাত্রা ছিল ৫১২ কোটি ডলার।
অন্যদিকে চলতি অর্থবছরের ১১ মাসে রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৭ শতাংশের কিছু বেশি। চলতি অর্থবছরের ১১ মাসে ৫ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৪ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে রপ্তানি হয় ৫ হাজার ২৪৩ কোটি ডলারের পণ্য।
/ইপি/
মন্তব্য করুন