- অর্থনীতি
- সামাজিক নিরাপত্তা খাতের বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়েছে নগদ
সামাজিক নিরাপত্তা খাতের বাজেট প্রস্তাবকে স্বাগত জানিয়েছে নগদ

আগামী ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতা ও গ্রহীতা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোবাইল ফাইন্যান্সিয়াল নগদ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেটে আগামী অর্থবছরের জন্য এ খাতে ১ লাখ ২৬ হাজার ২৭২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন, যা চলতি অর্থবছরের তুলনায় বেশি।
অর্থমন্ত্রী ভাতাভোগীর সংখ্যা ৮ লাখ ৫০ হাজার বাড়িয়েছেন, যা গরিব মানুষদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমবর্ধমান মূল্যের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করবে। পাশাপাশি বাজেটে ভাতাভোগীদের মাসিক ভাতার পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কয়েকটি ক্ষেত্রে ভাতার পরিমাণ ৫০ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
আগামী অর্থবছরের বাজেটে এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘এমন কঠিন সময়ে খেটে খাওয়া মানুষের জন্য এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। একই সময়ে ডিজিটাল ডিসবার্সমেন্টের মাধ্যমে দ্রুততার সঙ্গে টাকা সুবিধাভোগীর কাছে স্বচ্ছতার সঙ্গে পৌঁছানো যাবে। যাত্রার শুরু থকে সরকারের শিক্ষা উপবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভাতা স্বচ্ছভাবে বিতরণ করে এই খাতের অনিয়ম দূর করেছে নগদ।’ ২০২১ ও ২০২২ সালে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ৭৫ শতাংশ ভাতা নগদ উপকারভোগীদের কাছে পৌঁছে দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন