ঢাকা ক্যান্টনমেন্টের ইসিবি চত্বরে পূবালী ব্যাংকের শাখা রোববার উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইছা। সভাপতিত্ব করেন ঢাকা উত্তর অঞ্চলের প্রধান এ এস সিরাজুল হক চৌধুরী।

এ ছাড়া সংস্থাপন ও সাধারণ সেবা বিভাগের মহাব্যবস্থাপক দিলীপ কুমার পাল এবং জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।