- অর্থনীতি
- প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোবাল ডেবিট কার্ড আনল এমবিএল
প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোবাল ডেবিট কার্ড আনল এমবিএল

রােববার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের (এমবিএল) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও কর্মকর্তারা- ফটাে রিলিজ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের (এমবিএল) ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গ্লোবাল ডেবিট কার্ড উদ্বোধন করা হয়েছে। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এমপি এর উদ্বোধন করেন।
মার্কেন্টাইল ব্যাংকের নতুন গ্লোবাল ডেবিট কার্ডের বিশেষত্ব হলো, ইএমভি প্রযুক্তিসম্পন্ন এ কার্ড দিয়ে বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো মুদ্রায় ভিসা চিহ্নিত পস মেশিন এবং এটিএম বুথে লেনদেন সম্ভব। এ কার্ড থেকে বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে অ্যাড মানি করা যায়।
ব্যাংকের চেয়ারম্যান বলেন, আমানতের গড় সুদহার কম রাখার লক্ষ্যে স্বল্প সুদের আমানতের প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া, সম্পদের গুণগতমান বজায় রাখা এবং শ্রেণিকৃত ঋণ আদায় আরও জোরদার করা হবে। গ্রাহকবান্ধব সেবা ও পণ্য উদ্ভাবন, সম্পদ ও দায়ের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের দিকেও ব্যাংকের দৃষ্টি থাকবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী বলেন, চলতি বছর শ্রেণি বিন্যাসিত ঋণ আদায়ে জোর পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আব্দুল হান্নান, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমান উল্লাহ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম এ খান বেলাল, পরিচালক আকরাম হোসেন (হুমায়ুন), মোশাররফ হোসেন ও মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ।
মন্তব্য করুন