- অর্থনীতি
- বৃক্ষরোপণে আবারও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল রাসিক
বৃক্ষরোপণে আবারও প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেল রাসিক
বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২১-এ প্রথম স্থান অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। সোমবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
রাসিকের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে রাসিকের সচিব মশিউর রহমান উপস্থিত ছিলেন।
পরিবেশ উন্নয়নে রাজশাহী সিটি করপোরেশন গত কয়েক বছরে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। এর মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। নগরীর প্রধান সড়ক বিভাজক, সড়কদ্বীপে ও ফুটপাতে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রজাতির গাছ। এতে সবুজ হয়েছে প্রায় ৩৫ কিলোমিটার রাস্তার সড়ক বিভাজন ও চত্বর।
শুধু ২০২২-২৩ সালের শীত মৌসুমে সিটি করপোরেশন এলাকায় ২ লাখ ৫৩ হাজার নানা প্রজাতির ফুলের চারা রোপণ করা হয়েছে। স্বীকৃতি হিসেবে রাসিক বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০০৯, ২০১২ ও ২০২১ অর্জন করে।
মন্তব্য করুন