চলতি জুন মাসে এশিয়া সফরে আসছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সফরের প্রথম ম্যাচে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম নিয়ে চীনে হয়েছে প্রবল সমালোচনা। তবে প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর সেগুলো শেষ হয়ে গেছে মাত্র ১০ মিনিটেই। এমন তথ্যই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তে। 

যদিও কত টিকিট ছাড়া হয়েছে, সেই সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি। টিকিটের সর্বনিম্ন দাম ৮২ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৯ হাজার টাকা এবং সর্বোচ্চ দাম ৬৮০ ডলার বাংলাদেশি মুদ্রায় যা ৭৩ হাজার টাকা। আগামী ৮ জুন দ্বিতীয় দফায় ছাড়া হবে এই ম্যাচের টিকিট। 

এই ম্যাচ দিয়েই ছয় বছর পর চীনের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি। সর্বশেষ ২০১৭ সালে চীনে খেলতে গিয়েছিলেন আর্জেন্টিনার এই মহাতারকা। এবারের চীন গমন হতে যাচ্ছে মেসির সপ্তম চীন সফর।

এই ম্যাচের টিকিটের দাম নিয়ে আগে থেকেই ছিল সমালোচনার ঝড়। স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একজন ব্যবহারকারী আয়োজকদের অফিসিয়াল একাউন্টে মন্তব্য করেছেন, 'আমি আপনাদের বিপক্ষে ডাকাতির মামলা করব।' 

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন, '৪৮০০ ইউয়ান দেয়ার কারণে মেসি কি খেলার সময় আমাদের পিঠে নিয়ে চড়াবেন?'

/টিআই/