- অর্থনীতি
- যৌথ অভিযানে আট রোহিঙ্গা গ্রেপ্তার
যৌথ অভিযানে আট রোহিঙ্গা গ্রেপ্তার

প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় র্যাব ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে আট রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। সোমবার রাতে উখিয়ার ১৯, ১৩ ও ৪ নম্বর ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ইব্রাহিম, আব্দুল আমিন, হোসেন আহমেদ, নুর হুদা, মোহাম্মদ সলিম, হামিদ উল্লাহ, মোহাম্মদ সালেহ ও ফায়েজুল আমিন।
মঙ্গলবার দুপুরে র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়ায় তিন ক্যাম্পে যৌথ অভিযান চালানো হয়। এসময় ৮ রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক, হত্যা ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন