তিন দিনের সফরে সৌদি আরবে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইরান ও আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে জ্বালানি তেলের দাম পর্যন্ত ইস্যুতে কয়েক বছর ধরে গভীর মতবিরোধের মধ্যেই রিয়াদের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্য নিয়ে মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশটিতে গেছেন তিনি। খবর রয়টার্সের।

চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার পর উপসাগরীয় দেশটিতে এটি ব্লিংকেনের প্রথম সফর। তিনি শীর্ষ সৌদি কর্মকর্তাদের পাশাপাশি দেশটির ডি-ফ্যাক্টো শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। সৌদিতে এটি এক মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় উচ্চ পর্যায়ের সফর। গত ৭ মে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান দেশটি সফর করেন।

বিশ্বের শীর্ষ জ্বালানি তেল রপ্তানিকারক রিয়াদ তেল উত্তোলন আরও কমানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক দিন পরই শীর্ষ মার্কিন কূটনীতিকের ৬-৮ জুনের এ সফরের খবর সামনে এলো।