- অর্থনীতি
- বাংলাদেশে উৎপাদন শুরু করল লেইস
বাংলাদেশে উৎপাদন শুরু করল লেইস

মঙ্গলবার বগুড়ায় পটেটাে চিপস ব্র্যান্ড লেইস-এর আনুষ্ঠানিক উৎপাদন কার্যক্রমের উদ্বােধন অনুষ্ঠানে ট্রান্সকমের গ্রুপ সিইও সিমিন রহমানসহ কর্মকর্তারা ফটাে রিলিজ
পেপসিকোর পটেটো চিপস ব্র্যান্ড ‘লেইস’-এর উৎপাদন বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ট্রান্সকম কনজ্যুমার প্রডাক্টস লিমিটেডের সহযোগিতায় ‘লেইস মেক ইন বাংলাদেশ’ উদ্যোগের সূচনা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পেপসিকো ইন্ডিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আহমেদ এলশেখ এবং ট্রান্সকমের গ্রুপ সিইও সিমিন রহমান বগুড়ায় এ প্লান্টের উদ্বোধন করেন। মেইড ইন বাংলাদেশ লেইস চিপস ১০, ১৫, ২৫, ৫০ ও ৭৫ টাকা মূল্যের চারটি ভিন্ন স্বাদে পাওয়া যাবে। এগুলো হলো– আমেরিকান স্টাইল ক্রিম ও অনিয়ন, স্প্যানিশ টমেটো ট্যাঙ্গো, ক্ল্যাসিক সল্টেড এবং থাই স্টাইলের স্পাইসি চিকেন।বাংলাদেশে লেইসের কান্ট্রি ম্যানেজার প্রণব মেহতা বলেন, ‘লেইস একটি জনপ্রিয় ব্র্যান্ড, যা স্বাদের মূর্ছনায় গ্রাহকের প্রতিটি মুহূর্ত একত্রিত করে এক জাদুকরী আবেশ তৈরি করে। উদ্যোগটি শুধু লাখ লাখ গ্রাহকের জন্য আনন্দই আনবে না, তাঁরা এখন দেশেই তৈরি লেইসের পণ্য খুবই সাশ্রয়ী মূল্যে মাত্র ১০ টাকায় কিনতে পারবেন।’
পেপসিকো ইন্ডিয়ার প্রেসিডেন্ট আহমেদ এলশেখ উদ্যোগটি সম্পর্কে বলেন, ‘উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্লান্টটি স্থানীয় ক্ষমতায়ন, কমিউনিটির উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের প্রতি লেইসের প্রতিশ্রুতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। ট্রান্সকমের সঙ্গে আমাদের অংশীদারিত্বের নতুন অধ্যায়টির যাত্রা এ অঞ্চলের সমৃদ্ধি নিশ্চিত করবে।’
ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান বলেন, ‘আমরা দুই দশকেরও বেশি সময় ধরে এ অঞ্চলে পেপসিকোর বিশ্বস্ত অংশীদার এবং বাংলাদেশে তাদের যাত্রায় আরেকটি মাইলফলকে পাশে দাঁড়াতে পেরে গর্বিত। আজ বাংলাদেশের মানুষের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড লেইস এখন স্থানীয়ভাবে উৎপাদিত হবে। এই উদ্যোগ কৃষক, কৃষি সংস্থা, পরিবহনকারী, কোল্ড স্টোরেজ, চুক্তিভিত্তিক কর্মীসহ পুরো ইকোসিস্টেমকে শক্তিশালী করে এ অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।’
মন্তব্য করুন