- অর্থনীতি
- সাজেকে ডায়রিয়ার প্রকোপ, ২ জনের মৃত্যু
সাজেকে ডায়রিয়ার প্রকোপ, ২ জনের মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এরই মধ্যে রোগটিতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। ইউনিয়নের দুর্গম লংতিয়ানপাড়াসহ আশপাশের এলাকায় অর্ধশতাধিক নারী, শিশু ও বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ঘটনায় তিন সদস্যের মেডিকেল টিম গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তাঁরা প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে ওই এলাকায় যাবেন।
মৃত দু’জন হলেন লংতিয়ানপাড়ার গোগোতি বালা ত্রিপুরা (৬০) ও দরুং ত্রিপুরা (৬৫)। মঙ্গলবার ভোর ৩টার দিকে গোগোতি বালা এবং বুধবার ভোরে দরুং ত্রিপুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যান।
জানা গেছে, গত এক সপ্তাহে সাজেক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লংতিয়ানপাড়া, অরুণপাড়া, কাইজ্যাপাড়া ও শিয়ালদাই লুইসহ আশপাশের বেশ কিছু এলাকায় ডায়রিয়ার প্রদুর্ভাব দেখা দেয়। এতে নারী, শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হয়েছেন। এসব এলাকায় অর্ধশতাধিক নারী, শিশু ও বৃদ্ধ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
৭ নম্বর ওয়ার্ডের সদস্য বনবিহারী চাকমা জানান, পুরো ইউনিয়নে নারী, শিশু, বৃদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। আশপাশে কোনো হাসপাতাল বা কমিউনিটি ক্লিনিক না থাকায় আক্রান্তরা তান্ত্রিকের চিকিৎসা নিচ্ছেন। সড়ক যোগাযোগ না থাকায় মাচালং ও উপজেলা সদর হাসপাতালে রোগী পাঠানোও সম্ভব না। দ্রুত চিকিৎসাসেবা দেওয়া না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
সাজেক ইউপি চেয়ারম্যান অতুল লাল চাকমা জানান, গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরমের পর বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে লতাপাতা পচে তা ছড়া পানিতে পড়ে। ছড়ার পানি পান করায় ডায়রিয়া ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দু চাকমা বলেন, খবর পেয়ে বুধবার প্রয়োজনীয় ওষুধপত্রসহ একজন স্বাস্থ্যকর্মীকে লংতিয়ানপাড়ায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার তিন সদস্যের একটি মেডিকেল টিম প্রয়োজনীয় ওষুধ, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ ওই এলাকায় যাবে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন, এলাকাটি খুবই দুর্গম, হাঁটা পথ ছাড়া বিকল্প নেই। মূলত খাবার পানি থেকে এই রোগ ছড়াচ্ছে। প্রাথমিকভাবে পাশের বিজিবি বিওপি থেকেও কিছু স্যালাইন সরবরাহ করা হয়েছে।
মন্তব্য করুন