- অর্থনীতি
- সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু
সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু

ফাইল ছবি
জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সংসদে এ আলোচনা শুরু হয়। গত ১ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট পেশ করেন।
প্রথম দিনের বাজেট আলোচনায় সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে অংশ নেন রমেশ চন্দ্র সেন, মো. মোতাহার হোসেন, নাজিম উদ্দিন আহমেদ, কাজী মনিরুল ইসলাম, রত্না আহমেদ, খালেদা খানম ও জাতীয় পার্টির রুস্তম আলী ফরাজী।
বাজেট আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলায় উত্তরণের পথে দেশ আরেক ধাপ এগিয়ে যাবে। তারা প্রস্তাবিত বাজেটকে দেশ ও জণগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলনের রূপরেখা আখ্যায়িত করে বলেন, এ বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে।
প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে তারা বলেন, উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সরকার এবার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করেছে। গতবারের চেয়ে এই বাজেট ২০ শতাংশ বেশি। এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ উন্নতি-সমৃদ্ধির দিকে আরও এগিয়ে যাবে। যতই ষড়যন্ত্র করুক না কেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের আমলে গত প্রায় ১৫ বছরে দেশ ও জনগণের উন্নয়ন অগ্রগতির খতিয়ান বিস্তারিতভাবে তুলে ধরে তারা বলেন, কৃষিতে সার, সেচসহ চাষের উপকরণ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বৈশ্বিক মহামারি করোনার মধ্যে দেশের মানুষের খাওয়া-পরার কোনো অভাব হয়নি। তার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বিভিন্ন ধরনের প্রণোদনা, অর্থ ও খাদ্য সহায়তার ফলে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা সম্ভব হয়েছে।
তারা বলেন, এতো অর্জন, সাফল্যের পরও দেশে ষড়যন্ত্র থেমে নেই। উন্নয়ন অগ্রগতি থামিয়ে দিয়ে দেশকে আবার পেছনের দিকে নিয়ে যাওয়া, মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস, স্বাধীনতার ইতিহাস আবার বিকৃত করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের মতোই জনগণ এ ষড়যন্ত্রের জবাব দেবে। আবারও আওয়ামী লীগ জনগণের ভোটে সরকার গঠন করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
/এসআর/
মন্তব্য করুন