খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বিএনপি। দলীয় সিদ্ধান্ত অমান্য করে কাউন্সিলর প্রার্থী হওয়ায় গত ৩ জুন ৯ নেতাকে আজীবন বহিষ্কার করেছিল দলটি। নির্বাচনী প্রচারে অংশ নেওয়ায় বৃহস্পতিবার আরও ১১ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। এমনকি কেসিসি নির্বাচনে ভোট দিলেও নেতাকর্মীকে আজীবন বহিষ্কারের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি।

মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে এই সরকারের অধীনে সিটি নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওই ১১ নেতাকর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না– তার কারণ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দলের দপ্তরে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়া নেতারা হলেন– মহানগর বিএনপির সদস্য নাসির খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা আব্বাস ফকির ও স্বেচ্ছাসেবক দলের নেতা শহিদুল ইসলাম, ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সাবু খন্দকার ও রিপন শিকদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ইখতিয়ার উদ্দিন বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য আবুল কালাম আজাদ বাবু, হাবিবুর রহমান হাবিব ও মো. সেলিম, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা সোহরাব হোসেন এবং ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য জিহাদ আল আমিন।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা জানান, বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেউ যদি কোনো প্রার্থীর পক্ষে কাজ করেন, কেউ যদি ভোটকেন্দ্রে ভোট দিতে যান– তাঁদেরও বিশ্বাসঘাতক আখ্যায়িত করে দল থেকে আজীবন বহিষ্কার করা হবে। এরই মধ্যে বিষয়টি নেতাকর্মীকে জানিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দলের কোনো নেতাকর্মীর নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেলে তাৎক্ষণিক বিএনপি অফিসে তাঁদের নাম, সংগঠনের নাম পাঠানোর জন্য নেতাকর্মীর প্রতি আহবান জানানো হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে সিটি করপোরেশন নির্বাচনী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে গত ৫ জুন চিঠি দেয় মহানগর বিএনপি। থানা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, ওয়ার্ড আহ্বায়ক, সদস্য সচিবসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সতর্ক করে এ চিঠি দেওয়া হয়।