- অর্থনীতি
- ভোটের তিনদিন আগে প্রার্থিতা হারালেন সাবেক ছাত্রলীগ নেতা
বসিক নির্বাচন
ভোটের তিনদিন আগে প্রার্থিতা হারালেন সাবেক ছাত্রলীগ নেতা

রইজ আহমেদ মান্না
ভোটের মাত্র তিন দিন আগে প্রার্থিতা হারালেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না।
বৃহস্পতিবার তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন আপিল বিভাগ। মান্নার আইনজীবী অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
মান্না সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রধান ছয় সহযোগীর অন্যতম। নৌকার কর্মীদের মারধরের মামলায় গত ১৪ মে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি। এ ঘটনায় পরদিনই মহানগর ছাত্রলীগের কমিটি বাতিল ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। সাদিক আবদুল্লাহর আধিপত্যের যুগে মান্না বরিশাল নগরীতে অপ্রতিরোধ্য ছিলেন। কেন্দ্রীয় বাস টার্মিনালে চাঁদাবাজি, বিরোধীয় জমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলের পর বাছাইয়ে নানা অসংগতির কারণে মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। পরে আপিলেও ওই সিদ্ধান্ত বহাল থাকে। এরপর উচ্চ আদালতে আপিল করেন মান্না। সেখানে গত ২৭ মে প্রার্থিতা ফিরে পেলে তাঁকে ঘুড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। কিন্তু পরে নির্বাচন কমিশন আপিল করলে আদালত তাঁর প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।
মান্নার ভাই মুন্নাও একই ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন। তিনি ‘লাটিম’ প্রতীক নিয়ে নির্বাচনে থাকায় মান্নার সমর্থকরা এখন মুন্নার পক্ষে কাজ করবেন বলে জানা গেছে।
মন্তব্য করুন