কুমিল্লা বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে চার বছরের শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার পর তার মা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

উপজেলার গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার সকালে বসতঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, জান্নাত আক্তার (২৫) ও তার মেয়ে হাজেরা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জান্নাত ওই গ্রামের মাঝিবাড়ির সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের স্ত্রী।

স্থানীয়রা জানান, ৫ মাস আগে আবুল কালাম ছুটি শেষ করে সিঙ্গাপুর চলে যান। জান্নাতের মা সাহেনা বেগম বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে জান্নাতের কলহ শুরু হয়। বুধবার রাতেও স্বামীর সঙ্গে জান্নাতের ঝগড়া হয়। শ্বশুরবাড়ির লোকজনও জান্নাতের সঙ্গে ঝগড়া করতো, তাদের অত্যাচারে আমার মেয়ে ও তার শিশু সন্তানকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

জান্নাতের শ্বশুর মো. শাহজাহান বলেন, ‘বউমা সকালে ঘুম থেকে না ওঠায় আমি ডাক দিতে যাই। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে বিছানায় মেয়ের গলায় তার পেঁচানো ও ফ্যানের সঙ্গে বউমার ঝুলন্ত মরদেহ দেখতে পাই।’

বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যার পর তার মা আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।