গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য বিভাগের অনুমোদন না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেবা দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পেয়ে নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, ওই ক্লিনিকে স্বাস্থ্য বিভাগের কোনো অনুমোদন বা লাইসেন্স নেই। এছাড়াও গ্রাম্য ডাক্তার ও নার্স দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ক্লিনিকটি পরিচালনা করা হচ্ছিল। এতে এলাকার মানুষ স্বাস্থ্যঝুঁকিতে থাকায় ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

সিভিল সার্জন বলেন, ক্লিনিকের মালিক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এছাড়াও আশেপাশের ক্লিনিকগুলোকে সতর্ক করা হয়েছে।

অভিযানে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফপিও ডা. মাহমুদুল হাসান, রামদিয়া তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জন অফিসের মো. দেলোয়ার হোসেন ও শাহ মো. আব্দুল মন্নান উপস্থিত ছিলেন।