- অর্থনীতি
- নেবুলা পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশিত
দূরের সাহিত্য
নেবুলা পুরস্কার বিজয়ীদের নাম প্রকাশিত

দ্য সায়েন্স ফিকশন অ্যান্ড ফ্যান্টাসি রাইটারস অ্যাসোসিয়েশন নেবুলা পুরস্কারের বিজয়ীদের নাম প্রকাশ করেছে। প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে অসামান্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়। এ বছর আর এফ কুয়াংয়ের ‘বাবেল: অর দ্য নেসেসিটি অব ভায়োলেন্স: অ্যান আর্কেন হিস্টোরি অব দ্য অক্সফোর্ড ট্রান্সলেটর’স রেভল্যুশন’ সেরা উপন্যাসের পুরস্কারটি জিতে নিয়েছে। ইংল্যান্ডে বেড়ে ওঠা এক চীনা অনাথকে কেন্দ্র করে কাহিনি আবর্তিত হয়। ওই অনাথ পরে ভাষাবিজ্ঞানের ছাত্র হন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক গোপন দলে যোগদান করেন। সি এল পোল্ক ‘আই নো দ্য এন্ড’-এর জন্য সেরা নভেলার পুরস্কার জিতেছেন। শিকাগোতে একজন সিরিয়াল কিলারের খোঁজে এক গোয়েন্দার পথচলা নিয়ে এ গ্রন্থটি আবর্তিত। এর আগে ‘উইচমার্ক’ ও ‘দ্য মিডনাইট বার্গেইন’-এর জন্য সেরা উপন্যাস পুরস্কারের জন্য দু’বার মনোনীত হয়েছিলেন পোল্ক।
পরিচালক ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্টকে তাঁদের অস্কার বিজয়ী ‘এভরিথিং এভরিহয়্যার অল অ্যাট ওয়ানস’-এ অসাধারণ নাটকীয় উপস্থাপনার জন্য রে ব্র্যাডবেরি পুরস্কার দেওয়া হয় এবং ঔপন্যাসিক জর্জ আর আর মার্টিন ও ডেভেলপার হিডেটাকা মিয়াজাকি ভিডিও গেম এলডেন রিংয়ের জন্য গেম রাইটিং পুরস্কার জিতেছেন।
মন্তব্য করুন