- অর্থনীতি
- সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি তিতুমীর কলেজের চুক্তি
সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি তিতুমীর কলেজের চুক্তি

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক এবং সরকারি তিতুমীর কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম।
উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম ও পারসুমা আলম, তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মালেকা চৌধুরী, ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রধান মো. সালাহ্উদ্দীন প্রমুখ।
মন্তব্য করুন