- অর্থনীতি
- সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের এমওইউ
সোশ্যাল ইসলামী ব্যাংক এবং এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের এমওইউ

সোশ্যাল ইসলামী ব্যাংক এবং ভারতের কলকাতার এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকায় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম।
চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও এ্যাপোলো হসপিটালসের (ইস্টার্ন রিজিয়ন) সিইও রানা দাসগুপ্তা।
এ চুক্তির আওতায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডাররা এ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটালসের বিভিন্ন সেবায় ৩০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা, বিমানবন্দরে পিক অ্যান্ড ড্রপ এবং অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সুবিধা পাবেন।
মন্তব্য করুন