শান্তা হোল্ডিংসকে ‘প্রাইমপে’ পরিষেবার আওতায় নিয়ে এসেছে প্রাইম ব্যাংক। যে কোনো জায়গা থেকে যে কোনো সময় সব ধরনের করপোরেট পেমেন্ট ও এমআইএস পরিশোধে প্রাইম ব্যাংকের ডিজিটাল চ্যানেল প্রাইমপে ব্যবহার করবে শান্তা হোল্ডিংস।

সম্প্রতি শান্তা হোল্ডিংস কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল রহমান।