গ্রাহকদের চাহিদার ওপর প্রাধান্য দিয়ে ওয়ার্ল্ড’স বেস্ট কেক, সুস্বাদু খাবার এবং বৈচিত্র্যপূর্ণ পানীয়র সমারোহে মোহাম্মদপুরে এবার উদ্বোধন হল মালয়েশিয়ার ক্যাফে চেইন ‘সিক্রেট রেসিপি’র স্ট্যান্ডার্ড আউটলেট। এ উপলক্ষে আগামী ১৫ দিন পর্যন্ত ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। গত ৮ জুন বিকেলে কেক ও ফিতা কেটে সিক্রেট রেসিপির এই প্রিমিয়াম ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরষ্কার প্রাপ্ত নাট্যকার ও ঔপন্যাসিক মাসুম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের হেড অব কমিউনিকেশন হাসনাইন খুরশেদ, হেড অব মার্কেটিং জে এম তসলিম কবীর এবং অন্যান্য কর্মকর্তারা।

সবাইকে সিক্রেট রেসিপিতে আমন্ত্রণ জানিয়ে ঔপন্যাসিক মাসুম রেজা বলেন, ‘সিক্রেট রেসিপি সব সময় সুস্বাদু খাবার পরিবেশন করে থাকে। এখানে খেয়ে আপনি তৃপ্তি নিয়ে যেতে পারবেন।’

সিক্রেট রেসিপির হেড অব বিজনেস কে এস এম মহিতুল বারী বলেন, ‘কর্মরত শেফ এবং সার্ভিসে নিয়োজিত সকল কর্মীকে ট্রেনিং প্রদানের পর কাজে নিয়োজিত করা হয়। যার ফলে তারা আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করে থাকেন। মানের ব্যাপারে আমরা আপোষহীন। গ্রাহক সেবার মান বজায় রেখে প্রিমিয়াম সেবার মাধ্যমে সিক্রেট রেসিপি স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাদ্য নিশ্চিতে সিক্রেট রেসিপি সবসময় বদ্ধ পরিকর।’

গ্রাহকরা হটলাইন (09613505085) নম্বরের মাধ্যমে এবং সিক্রেটে রেসিপি অ্যাপের মাধ্যমে অর্ডার করে হোম ডেলিভারিতে খাবার নিতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

বিষয় : সিক্রেট রেসিপি

মন্তব্য করুন