ঢাকা বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩

৩ দিনে বেনাপোল দিয়ে দেশে আসেনি কোনো পেঁয়াজ

৩ দিনে বেনাপোল দিয়ে দেশে আসেনি কোনো পেঁয়াজ

ফাইল ছবি

Advertisement
Advertisement

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগu ২০২৩ | ০২:২১ | আপডেট: ২৪ আগu ২০২৩ | ০২:২১

ভারত পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করার পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ হয়ে গেছে।

বুধবার বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল জলিল পেঁয়াজ আমদানি বন্ধ থাকার তথ্য নিশ্চিত করেন।

আব্দুল জলিল জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে আগে প্রতিদিন ২০ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ প্রতিদিন আমদানি হয়। কিন্তু গত তিন দিন ধরে কোনো পেঁয়াজ আমদানি হয়নি।

এদিকে আমদানি বন্ধ থাকায় যশোর ও এর আশপাশের বাজারগুলোতে পেঁয়াজের দাম প্রতি কেজিতে ৩০ টাকা বেড়েছে।

পেঁয়াজ ব্যবসায়ী আপেল মাহমুদ জানান, বেনাপোলসহ শার্শা, নাভারণ, বাগআঁচড়ায় খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।

মঙ্গলবার সকাল থেকে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ২০ থেকে ৩০ টাকা। আজ বুধবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়।

প্রসঙ্গত, ভারতের স্থানীয় বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে দেশটির সরকার। গত শনিবার দেশটির অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রকাশ করে। এই সিদ্ধান্ত ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

ব্যবসায়ীরা জানান, ভারত শুল্ক বাড়ানোর ঘোষণার পরপরই আমদানির বাজারে এর প্রভাব পড়েছে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা প্রায় ২৬ লাখ টন। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় ৭ থেকে ৮ লাখ টন।

আরও পড়ুন