- অর্থনীতি
- গ্লোবাল ইসলামী ব্যাংকের সাতটি উপশাখা উদ্বোধন
গ্লোবাল ইসলামী ব্যাংকের সাতটি উপশাখা উদ্বোধন

আধুনিক ইসলামী ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে সম্প্রতি গ্লোবাল ইসলামী ব্যাংকের সাতটি উপশাখার উদ্বোধন করা হয়।
চট্টগ্রামের ভূজপুর ও পারুয়া হাজারীহাট, ঢাকার কাজীপাড়া ও আজমপুর, কুমিল্লার গৌরীপুর ও ইলিয়টগঞ্জ এবং গাজীপুরের মঠবাড়িতে এসব উপশাখার উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন